আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতাসহ আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, কোলা ও জামাল ইউনিয়নে অশান্তি সৃষ্টি করতে তিনি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন এবং এলাকায় সন্ত্রাসীদের আশ্রয় দিতেন। বিগত সরকারের সময়ে তার বাহিনীর মাধ্যমে দুই ইউনিয়নে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন