সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমার সরকার এবং আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটের পক্ষে। মানুষ বুঝুক তার কল্যাণের জন্য গণভোট। তবে আমরা না ভোটের সুযোগও দিচ্ছি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বৃক্ষরোপণ করেন।
উপদেষ্টা শারমিন আরো বলেন, খুব স্পষ্ট হিসাব, গণভোট এটা কোনো নিরপেক্ষতা বজায় রেখে কোন ভোট নয়। গণভোট নিয়ে কথা বলতে হলে বলবো আমি নিরপেক্ষ নই। আমার স্পষ্ট অবস্থান হচ্ছে ‘হ্যাঁ’। কারণ আমি যদি সংস্কার চাই আমার হাতে গণভোট ছাড়া কোনো উপায় নেই। ২০২৪ যখন অভ্যুথান ঘটে তখন মানুষের একটাই চাওয়া ছিল নতুন বাংলাদেশ। নতুন মূল্যবোধ এবং আরো মানবিক আরো ন্যায্য একটা সমাজ। আমাদের বিগত ইতিহাস আমাদেরকে যা দেখিয়েছে সেটা অর্জন করতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন। এক দেড় বছরের একটা সরকার কিন্তু দেশে আমূল পরিবর্তন আনতে পারবে না।
তিনি আরো বলেন, কিছু কিছু গোষ্ঠী গণভোটের বিষয়টা বুঝে উঠতে পারে না। সংস্কার যদি চাই, রাতের অন্ধকারের ভোট যদি না চাই, একনায়ক যুগের পর যুগ ক্ষমতায় থেকে স্বৈরাচার হবে। সেটা যদি আমরা বন্ধ করতে চাই, গুম, খুন বন্ধ করতে চাই, তাহলে অবকাঠামো বিপুলভাবে পরিবর্তন করতে হবে। গণভোটের জন্য দরকার জনমানুষের সম্মতি। জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

