শহীদ শরীফ ওসমান হাদি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের যুব সমাজের জন্য অনুসরণীয় আদর্শ। শহীদ হাদির আদর্শ অনুসরণ করে বৈষম্য মূক্ত ও ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়তে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাদারহুড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠার প্রশ্নে শহীদ ওসমান হাদি কোনো আপোষ করেননি। নিজের জীবন উৎসর্গ করে তিনি আমাদের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দিয়ে গেছেন।
তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ অনুসরণ করেই বৈষম্যমুক্ত ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই জাতি কখনো তার ত্যাগ ও আদর্শ ভুলবে না।
পরে প্রধান অতিথি অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জিহদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর সরদার কোহিনুর রহমান, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহসহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, যুব বিভাগের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

