বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে লাশ হলেন শ্রমিক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৬: ৩৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রিন্টু নামে ৩০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিন্টু একই গ্রামের মোছেক আলীর ছেলে।

বিজ্ঞাপন

দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন রিন্টু। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত