আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই দিনের জন্য বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)

দুই দিনের জন্য বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বড়দিন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বড়দিন এবং শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। একই সঙ্গে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট সকল কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি আরো জানান, ছুটির সময় নতুন করে কোনো পণ্য খালাস কার্যক্রম না হলেও পূর্বে খালাস সম্পন্ন হওয়া ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরের অভ্যন্তর থেকে নিজ দেশে ফিরে যেতে পারবে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে যথারীতি বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন বিভাগ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং যাত্রীসেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। ছুটির কারণে দুই দিনের জন্য বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন