আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালীগঞ্জে অভিনব কৌশলে ব্যবসায়ীর টাকা চুরি

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

কালীগঞ্জে অভিনব কৌশলে ব্যবসায়ীর টাকা চুরি
ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কালীগঞ্জ শহরের চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গণনার সময় বাকি টাকা একটি ছোট হ্যান্ডব্যাগে রাখেন।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন তার ব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নেই। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান করে ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে চোর কিংবা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে আইনি সহায়তার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন