আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলে ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আনিসুর রহমান আনিস (৪৫) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস সকালে মহেশপুরে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে থানার উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার প্রকৃত কারণ আমরা খতিয়ে দেখছি। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযানে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন