জিয়ার শাহাদাতবার্ষিকীতে শ্রমজীবীরা পেলেন ছাতা, শিশুরা স্কুলব্যাগ

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ৩০ মে ২০২৫, ২২: ২৪

জাতীয় নেতাদের জন্ম-মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে যে কোনো জাতীয় দিবসের গতানুগতিক কর্মসূচি দরিদ্রভোজ বা খাদ্য বিতরণ। থাকে আলোচনা বা দোয়া মাহফিলও। সেই গতানুগতিক ধারার বাইরে এবার ব্যতিক্রমী এক কর্মসূচি দেখা গেল যশোরে।

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শ্রমজীবী মানুষের জন্য ছাতা আর নিম্নআয়ের মানুষের সন্তানদের জন্য স্কুলব্যাগ উপহার দিয়ে প্রশংসিত শহরের শংকরপুর এলাকার স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। গোলপাতা মসজিদের সামনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোক্তা স্থানীয় বিএনপি।

এতে যশোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসহাক, আব্দুস সালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুকচাঁন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে একশ’ শ্রমজীবী মানুষকে ছাতা এবং ৭০টি শিশুকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। যেসব শিশুর অভিভাবক অর্থাভাবে সন্তানকে স্কুলব্যাগ কিনে দিতে পারেননি, তাদের বাছাই করে উপহারের আওতায় আনা হয়েছে।

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী নানা আয়োজনে যশোরে পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা বিএনপি তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, কর্মসূচির প্রথম দিনে যশোর শহরের ১১০টি স্পট ও সদর উপজেলার ২৪০টি গ্রামের একাধিক স্থানে আলোচনা সভা ও দরিদ্রভোজের আয়োজন করা হয়।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত