চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮: ১৪

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।

তিনি বলেন, একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবার বৃক্ষরোপণ জরুরি। তিনি আরও জানান, এই মেলায় নতুন প্রজন্মের কাছে গাছের গুরুত্ব তুলে ধরা হবে এবং অংশগ্রহণকারী সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত