উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মাগুরা জেলার মাগুরা থানার হাজী রোড কলেজপাড়া এলাকার নাদের মোল্লার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং একই জেলার শিবরামপুর পাড়া এলাকার শুশান্ত কর্মকারের ছেলে ট্রাক হেলপার অন্তর কর্মকার (২৯)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ নম্বরের একটি কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন ধরনের কসমেটিকসসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকা। ট্রাকসহ এসব পণ্য পাচারের উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে ট্রাকচালক আব্দুল মালেক স্বীকার করেছেন, ২০ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে অবৈধ পণ্যগুলো ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং ট্রাকটিও থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত থাকায় সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার কমে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে তারা মনে করছেন, সীমান্ত ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় আরও কঠোর নজরদারি বাড়ালে অবৈধ পণ্যের প্রবাহ পুরোপুরি রোধ করা সম্ভব হবে।
যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মাগুরা জেলার মাগুরা থানার হাজী রোড কলেজপাড়া এলাকার নাদের মোল্লার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং একই জেলার শিবরামপুর পাড়া এলাকার শুশান্ত কর্মকারের ছেলে ট্রাক হেলপার অন্তর কর্মকার (২৯)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ নম্বরের একটি কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন ধরনের কসমেটিকসসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকা। ট্রাকসহ এসব পণ্য পাচারের উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে ট্রাকচালক আব্দুল মালেক স্বীকার করেছেন, ২০ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে অবৈধ পণ্যগুলো ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং ট্রাকটিও থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত থাকায় সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার কমে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে তারা মনে করছেন, সীমান্ত ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় আরও কঠোর নজরদারি বাড়ালে অবৈধ পণ্যের প্রবাহ পুরোপুরি রোধ করা সম্ভব হবে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে