বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম। তবে এদিন পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, মহান বিজয় দিবসের সরকারি ছুটির কারণে ১৬ ডিসেম্বর বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। এদিন বন্দর ও কাস্টমস হাউসের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বাধা থাকবে না। নিয়মিত ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এবং যাত্রীরা স্বাভাবিকভাবেই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় দিবস ও সরকারি ছুটির দিনগুলোতে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাধারণত আমদানি ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও জরুরি যাত্রী চলাচল ও ইমিগ্রেশন সেবা চালু রাখা হয়। এতে ব্যবসায়িক কার্যক্রমে একদিনের জন্য স্থবিরতা দেখা দিলেও যাত্রী চলাচলে তেমন কোনো প্রভাব পড়ে না।
বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর হওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। সংশ্লিষ্টরা আশা করছেন, ছুটি শেষে বুধবার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত গতিতে সচল হবে।

