যশোরের অভয়নগর উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন, নওয়াপাড়া ইনস্টিটিউট ও বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩টি স্থানে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নওয়াপাড়া রেল স্টেশনের প্লাটফর্মের সামনে একটি, একই রাত সাড়ে ১১ টার দিকে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে একটি এবং রাত সাড়ে ১২ টার দিকে নওয়াপাড়া গ্রামে বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় মিতা ভিলার সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণের পৃথক তিনটি ঘটনাস্থল রাতেই পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা-ব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

