একেএম আব্দুল হাকিম

সাংবাদিকতা পেশায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ জরুরি

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৮: ০৭

বাগেরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত 'গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত 'গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন' শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি কেএম আব্দুল হাকিম। আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, 'সাংবাদিকদের যে আইন তা মেনে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত