জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে ১১ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর মজিবর রহমান আজাদীসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে পাঁচজন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্রে সমর্থনকারী ও প্রস্তাবকারীর স্বাক্ষরে ত্রুটি থাকায় এবং নির্বাচন বিধিমালায় স্বতন্ত্র প্রার্থীদের নির্ধারিত ১ শতাংশ স্বাক্ষরে অসংগতি থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজিবর রহমান আজাদীসহ বাতিল হওয়া অপর চার প্রার্থী হলেন--স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ফারজানা ফরিদ পুথি, শিবলুল বারী রাজু ও এস এম শাহীনুর রহমান।
যাচাইবাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন--বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়াসহ গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।
মনোনয়ন বাতিলের খবরে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীসহ স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মজিবর রহমান আজাদী বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত সমস্যা হয়েছে। আশা করছি আপিলের পর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, হতাশ হবার কিছু নেই। আপিলের মাধ্যমে আবারও নির্বাচনে ফিরে আসব ইনশাআল্লাহ।
রিটার্নিং অফিসার ও জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান, সংশ্লিষ্ট প্রার্থী চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ পাবেন।নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিল আবেদন নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

