জুয়ার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা করলো ছেলে

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৯: ১০

ময়মনসিংহের ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত একমাত্র ছেলের হাতে বাবা-মাকে হত্যার পর মাটির নিচে পুঁতে রাখার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে ত্রিশালের বইলর ইউনিয়নের বাশকুড়ি গ্রামে রাজু তার মা বানোয়ারাকে (৬০) জুয়া খেলার জন্য টাকা দিতে চাপ দেয়। টাকা না দেওয়ায় ঘরের ভেতরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। পরে বৃহস্পতিবার সকালে রাজু তার বাবা মোহাম্মদ আলীকেও (৭০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে একই ঘরের মধ্যে মরদেহ মাটিতে পুঁতে রাখে।

বিজ্ঞাপন

নিহতের বোন জরিনা খাতুন জানান, মাকে ফোনে খুঁজে না পেয়ে প্রথমে রাজুকে কল করলে সে বিব্রত ও উল্টাপাল্টা কথা বলে। পরবর্তীতে জরিনা তার চাচীদের অবগত করলে তারা রাজুর বাড়িতে ঢুকে ঘরের মধ্যে রক্তে ভেজা মাটি ও অস্বাভাবিক অবস্থা দেখেন। চাচিরা রাজুকে জিজ্ঞাসা করলে সে হুঁশিয়ারি দিয়ে বলে, “আব্বা-আম্মাকে আমি মেরে মাটিতে পুঁতে দিয়েছি।” পরে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দিলে ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে আটক করে।

ঘটনার পর ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের লাশ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা যায় আটক রাজু অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়া খেলার জন্য টাকা চাইতে গেলে টাকা না দেওয়ায় সে পিতা-মাতাকে হত্যা করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত