সরকার গঠনে নির্ণায়কের ভূমিকা রাখবে এনসিপি: সারজিস আলম

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০: ৩৯
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২০: ৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে এবং স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মঙ্গলবার ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা সাংগঠনিক সমন্বয় সভায় এমন আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, এনসিপি উচ্চকক্ষের পক্ষে থাকলেও নিম্নকক্ষে প্রজাতান্ত্রিক (পিআর) পদ্ধতির বিরুদ্ধে। এনসিপি একটি অপরিহার্য রাজনৈতিক শক্তি, যা রাজনীতির মূল ময়দানে থেকে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।

তরুণদের ক্ষমতায়ন ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে জরুরি দাবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণ নেতৃত্বের ওপর দেশ গড়ে উঠবে।

সাংগঠনিক বিস্তৃতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এনসিপি দেশের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিকভাবে বিস্তৃত হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের মাধ্যমে প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

নির্বাচন কমিশন ও শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, আইনি বাধা না থাকলে প্রতীক না দেয়া অন্যায় এবং এক্ষেত্রে এনসিপি রাজপথেও লড়াই করতে প্রস্তুত।

সারজিস আলম আরো বলেন, এনসিপি নিজস্ব নাম ও শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে এবং ইলেক্টোরাল অ্যালায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় স্বার্থে ও গণমতের ভিত্তিতে অংশগ্রহণ বিবেচনা করবে।

তিনি মনে করেন, আওয়ামী লীগের শক্তি ভাঙতে অর্থনৈতিক জট খোলার প্রয়োজন, কারণ ফ্যাসিস্ট কাঠামোর টিকে থাকার একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক সাপ্লাই চেইন। এই চেইন নিয়ন্ত্রণ না করলে বাস্তব পরিবর্তন সম্ভব নয়।

সভায় অংশ নেন জেলা ও বিভাগীয় নেতাকর্মীরা, যার মধ্যে আছেন এডভোকেট জাবেদ রাসিন, আশিকিন আলম, প্রীতম সোহাগ ও ফাহিম রহমান খান পাঠান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত