কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৭: ৪৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকার জেলা পরিষদ সংলগ্ন স্থানে এ মিছিল করে। মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেশিরভাগই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পড়া ছিল।

বিজ্ঞাপন

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দিপুকে বিকেল তিনটায় সতাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের সতাল এলাকায় ঝটিকা মিছিল করে। এরপর তারা ফেসবুকে ভিডিও ছেড়ে দেয়। বিকেল তিনটার দিকে সতাল এলাকা থেকে কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত