আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

জামালপুরের বকশীগঞ্জে প্রথিতযশা জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ‘আমার দেশ’-এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম, সাংবাদিক রাশেদুজ্জামান, সাংবাদিক মনিরুজ্জামান লিমন এবং আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক আল আমিনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকার সর্বাত্মক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন