সেনাবাহিনীর অভিযান, দেশীয় ৩৪ অস্ত্রসহ আটক ৪

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ০৭
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ১০

ময়মনসিংহের গৌরীপুরে নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪টি দেশীয় রামদাসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার সকাল সাড়ে দশটার দিকে গৌরীপুর পৌর এলাকার ঘোষপাড়া সড়কে পরিত্যক্ত প্রত্যাশা যুব সংঘে অভিযান চালিয়ে এই অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন উপজেলার পূর্ব কাওরাট গ্রামের ইদ্রিস আলীর পুত্র মো. শামীম (২৯), মৃত শাহাজান মিয়ার পুত্র মো. মামুন (২৫), পশ্চিম কাউরাট গ্রামের মাজেদ আলীর পুত্র মো. মো. আফাজ এবং পৌর এলাকার রফিক মিয়ার পুত্র মো. হাবিব (১৭)। আটককৃতদের সকাল ১১টা দিকে গৌরীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, আটককৃতদের ৩৪টি ধারালো রামদাসহ সকাল ১১টার দিকে সেনাবাহিনী গৌরীপুর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর ১৪৭ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের প্রথম নির্বাচনি প্রচারণার কথা রয়েছে আজ (রোববার) দুপুর ২ টায়। অপরদিকে এ আসনে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের অনুসারীদের দাবি অনুযায়ী প্রার্থী পরিবর্তনে তাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্বাচনি প্রচারণায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শনিবার সকালে একটি আবেদনপত্র জমা দেন ইকবাল হোসেন অনুসারী নেতা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ। এতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত