এলাকাবাসী দেখে প্রতিদিন সন্ধ্যায় এক সৌম্যকান্তি মৌনী দরবেশ সখিনার সমাধিতে সন্ধ্যাপ্রদীপ জ্বেলে নিশ্চল বসে থাকেন। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার গাঢ় হয়, নিশুতি রাতের নৈঃশব্দ গ্রাস করে চারপাশ। তখনও সে আনমনা ফকির স্ত্রীর চোখে সমাধির দিকে অপলক চেয়ে থাকেন। কালে জানা গেল তিনিই বীরাঙ্গনা সখিনার স্বামী ফিরোজ খাঁ।
ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বিপ্লব হাসান। গত বছরের ২০ জুলাই শহীদ হন ১৯ বছর বয়সি এই তরুণ।