আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৌরীপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪
ছবি: আমার দেশ

ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরশ্রীরামপুর এলাকায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও চারজন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশন-সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর, তার সঙ্গে কোনো পরিচিত লোক না থাকায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন