আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১১৮৮ টন ভারতীয় চাল

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১১৮৮ টন ভারতীয় চাল

দীর্ঘ পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ১ হাজার ১শ ৮৮ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। তিনি জানান, আমদানির অনুমতি পাওয়ার পর ২৪ জানুয়ারি প্রথম দফায় ৭টি ট্রাকে ৩১৯ মেট্রিক টন চাল আসে। এরপর ২৭ জানুয়ারি ৫ ট্রাকে ২২০ মেট্রিক টন এবং ২৮ জানুয়ারি ১৫টি ট্রাকে ৫৯৭ মেট্রিক টন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটি ট্রাকে ৫২ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, বন্দর পর্যন্ত প্রকার ভেদে আমদানি করা এসব চালের প্রতি কেজিতে গড় ব্যয় পড়েছে ৫০ থেকে ৭০ টাকা। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, সর্বশেষ গত বছরের ৩ ডিসেম্বর এই বন্দর দিয়ে ৫৬৩ দশমিক ৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন