
শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড.মোহাম্মদ হাছানাত আলী বলেন,‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আমাদেরকে হিসাববিজ্ঞান এবং আইন বিভাগে ৪০ জন করে ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।

অধ্যাপক ড.মোহাম্মদ হাছানাত আলী বলেন,‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আমাদেরকে হিসাববিজ্ঞান এবং আইন বিভাগে ৪০ জন করে ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।

বগুড়ায় ফারুক ই আজম
অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দল নয় এবং তারা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছে। নির্বাচন সম্পন্ন হলেই এই সরকার দায়িত্ব ছেড়ে দেবে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ।

এদিকে কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। তারা আমির হামজার গ্রেপ্তার দাবি করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় পবিত্র নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা ভস্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত পবিত্র ধুনট উপজেলার মালিপাড়া এলাকার মৃত জীতেন চন্দ্রের ছেলে।



















