আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসছে মেঘদলের নতুন গান

বিনোদন রিপোর্টার

আসছে মেঘদলের নতুন গান

পথচলার ২৩ বছর পূর্তি উপলক্ষে নতুন গানের ঘোষণা দিয়েছে বাংলা ব্যান্ড মেঘদল। এ উপলক্ষে ব্যান্ডটি তিনটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। এর মধ্য দিয়েই সম্পূর্ণ হবে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’।

‘কার্নিভাল’, ‘বাঘ’ এবং ‘তারে কোথায় খুঁজে পাই’ শিরোনামের পর্যায়ক্রমে প্রকাশ পাবে তিনটি গান। মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, গানের রেকর্ডিং শেষ হয়েছে এবং বর্তমানে ভিডিও নির্মাণের কাজ চলছে। তার মতে, ২৩ বছর পূর্তি একটি উপলক্ষ হলেও মূল লক্ষ্য অ্যালবামটি সম্পূর্ণ করা।

বিজ্ঞাপন

তিনি জানান, কার্নিভাল গানটির কথা, সুর ও কণ্ঠ তার নিজের, আর বাঘ ও তারে কোথায় খুঁজে পাই গান দুটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ড সদস্য মেজবাউর রহমান সুমন। তিনটির মধ্যে সবার আগে প্রকাশ পাবে বাঘ।

শিবু কুমার শীল জানান, বড় পরিসরের আয়োজন না হলেও ঈদের পর একটি বিশেষ একক কনসার্টের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর দুই যুগ পূর্তি উপলক্ষে একটি লাইভ অ্যালবাম প্রকাশের ভাবনাও আছে, যার কাজ শিগগিরই শুরু হবে।

উল্লেখ্য, ২০২২ সালে প্রকাশিত অ্যালুমিনিয়ামের ডানা অ্যালবামের গান এ হাওয়া শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। গানটি পরে হাওয়া সিনেমাতেও ব্যবহৃত হয়। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে প্রকাশিত হয় অ্যালবামের টাইটেল গান। এর আগে একই বছরের মার্চে কোক স্টুডিও বাংলা সিজন টুতে মেঘদল প্রকাশ করেছিল বনবিবি শিরোনামের গান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন