
আবারও সেরা ব্যান্ডের সম্মাননা চিরকুটের
ব্যান্ড ‘চিরকুট’ তাদের পথচলার দুই যুগে পা রেখেছে। নতুন গান ও কনসার্ট দিয়ে দলটি তাদের ২৪ বছর উদযাপন করবে বলে জানিয়েছে। সংগীতা যাত্রার এই দীর্ঘ সময়ে শুক্রবার দলটি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ড হিসেবে সম্মাননা গ্রহণ করেছে।
















