আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়া সফরে মাইলস

বিনোদন রিপোর্টার

অস্ট্রেলিয়া সফরে মাইলস

দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ‘লিগেসি ট্যুর ২০২৫’ শিরোনামে তাদের অস্ট্রেলিয়া সফর শুরু করেছে। গত ২৫ অক্টোবর মেলবোর্নে প্রথম কনসার্টের মাধ্যমে তাদের এই সফরের উদ্বোধন হয়েছে বলে জানিয়েছেন দলের ভোকালিস্ট হামিন আহমেদ। মাইলস অস্ট্রেলিয়া সফরে আছে পঞ্চমবারের মতো।

গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে সিডনিতে হচ্ছে এই কনসার্ট। মেলবোর্ন ও সিডনির পর মাইলস যাবে অ্যাডিলেড, কুইন্সল্যান্ড ও পার্থে। আগামী ৭ নভেম্বর অ্যাডিলেড, ৯ নভেম্বর কুইন্সল্যান্ড এবং ১৫ নভেম্বর পার্থে কনসার্টে গান শোনানোর কথা রয়েছে মাইলসের।

বিজ্ঞাপন

হামিন আহমেদ বলেন, ‘চার দশকেরও বেশি সময়ের সংগীত যাত্রায় ভক্তদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আবারও মঞ্চ ভাগ করে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে হামিন আহমেদ ও শাফিন আহমেদ গড়ে তোলেন ব্যান্ড ‘মাইলস’। দুটি ইংরেজি গানের অ্যালবামের পর মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে। তাদের জনপ্রিয়তা শুরু মূলত নব্বইয়ে। এরপর ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘পিয়াসী মন’সহ বহু গান দিয়ে দেশের শ্রোতা মনে জায়গা করে নিয়েছে দলটি।

‘প্রতিচ্ছবি’ তাদের সর্বশেষ অ্যালবাম, যা প্রকাশ হয় ২০১৫ সালে। এর আগে হামিন আহমেদ বলেছিলেন, মাইলসের হাতে ছয় থেকে সাতটি গান তৈরি করা আছে। গানগুলো শিগগিরই আলোর মুখ দেখতে পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন