প্রথম অ্যালবামের জন্য ৩২টি গান করেছিল অবসকিওর

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০: ১৮

আমাদের ব্যান্ডসংগীতের সোনালী প্রজন্মের প্রতিনিধি অবসকিওর। আশির দশকের শেষভাগে যাত্রা শুরু করা ব্যান্ডটি প্রথম অ্যালবামেই বাজিমাত করে। অ্যালবামের ‘মাঝরাতে চাঁদ যদি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো পর্যন্ত ব্যান্ডটির সিগনেচার গান এটি। নব্বই দশকে ব্যান্ডসংগীতের উড়ন্ত সময়ে শ্রোতাদের পছন্দের তালিকায় ছিলো অবসকিওরের নাম। ফেলে আসা সেইসব দিনের কথা ভেবে আজও নস্টালজিয়ায় আক্রান্ত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা, ভোকালিস্ট সাইদ হাসান টিপু।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে সেই সময়ের কথা বলেন তিনি। আশির দশকে খুলনায় গঠন করেন অবসকিওর। প্রথম অ্যালবামের জন্য ৩২টি গান করে পাঠান সারগাম-এ। সেখান থেকে ১২ টি গান নিয়ে তৈরি হয় অ্যালবাম ‘অবসকিওর ভলিউম ১’।

বিজ্ঞাপন

টিপু বলেন, ‘আমাদের কোন ইনস্ট্রুমেন্ট ছিলো না। রেকর্ডিংয়ের সময় কিছু ইনস্ট্রুমেন্ট ভাড়া করে এনে বাজিয়েছি। এক রাতে সবগুলো গান গেয়েছি। বাবার কাছ থেকে ১২ হাজার টাকা এনে অ্যালবামের খরচ দিতে হয়েছে। সারগামের কর্ণধার বাদল ভাই, ফিডব্যাকের মাকসুদ ভাই, ফোয়াদ নাসের বাবু ভাই আমাদেরকে খুব হেল্প করেছেন।’

প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘বাচ্চু ভাই আমাদেরকে প্রথম শো দিয়েছিলেন। সবসময় তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এই মানুষটির কথা আমি ভুলতে পারি না।’

নানারকম স্মৃতি ও অভিজ্ঞতার কথা বলার পাশাপাশি ব্যান্ডের গতিপথ এবং সংস্কৃতি নিয়ে কথা বলেন তিনি। আগামীকাল শনিবার রাত ১২ টায় প্রচার হবে অনুষ্ঠানটি। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত