কালচারাল ফেস্ট সিজন-৩

মঞ্চ মাতাবে অ্যাভোয়েড রাফা, নেমেসিস

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭: ৫০

সংগীত, শিল্প ও সংস্কৃতির মিলনমেলা নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কালচারাল ফেস্ট’।

আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর রাজধানী ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘কালচারাল ফেস্ট সিজন ৩’।

বিজ্ঞাপন

প্রথম দিন দর্শক মাতাতে মঞ্চে থাকবে অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, অলি বয় অ্যান্ড ব্যান্ড, ক্যালিপসো ও এফ মাইনর।

দ্বিতীয় দিন থাকছে নেমেসিস, লেভেল ফাইভ, রিপাবলিক জিরো, ডোরা (প্যান্ডোরা), এ কে রাহুল ও রায়ট।

কনসার্ট ছাড়াও উৎসবে নাচ, গান ও নাটক পরিবেশনা করবে ৮টি বিশ্ববিদ্যালয় ক্লাবের শিক্ষার্থীরা।

এ ছাড়াও উৎসবে থাকছে ১০০টিরও বেশি স্টল, যেখানে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, ফ্যাশন সামগ্রী, হাতের তৈরি শিল্পপণ্য ও আর্ট এক্সিবিশন। পাশাপাশি থাকছে আদিবাসী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবিকে ফুটিয়ে তুলবে।

‘কালচারাল ফেস্ট সিজন-৩’ এর আয়োজক হিসেবে রয়েছে ইভেন্ট বক্স। তারা জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে কালচারাল ফেস্ট। আর কনসার্ট শুরু হবে প্রতিদিন বিকেল ৫টায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত