মঞ্চে ফিরছে অড সিগনেচার

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৬: ১৭

বন্ধ হয়ে যাওয়া সংগীতযাত্রা ফের শুরু করতে যাচ্ছে ব্যান্ডদল ‘অড সিগনেচার’। প্রায় এক বছর পর মঞ্চে ফিরতে যাচ্ছে দলটি। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আগস্ট মাসের ১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্ট। ফেরার যাত্রায় ব্যান্ডের লাইনআপ পরিবর্তনের ঘোষণা এবং নতুন ব্যান্ড প্রকাশ নিয়েও পরিকল্পনা তুলে ধরবে দলটি।

গত বছরের মে মাসে সিলেটে এক কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান ‘অড সিগনেচার’-এর ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেসময় আহত হন ব্যান্ডের অন্য সদস্যরা। এরপর কার্যক্রম থমকে যায় তাদের। এক বছর পর গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশ করে গানে ফেরে দলটি। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।

বিজ্ঞাপন

কনসার্ট ঘিরে ব্যান্ডের বর্তমান পরিকল্পনা ও আবেগের কথা জানিয়েছেন কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ।

তিনি বলেন, ‘এক বছরের একটু বেশি সময় পর অড সিগনেচারের কামব্যাক! একটা সময় আমরা ধরেই নিয়েছিলাম আর হয়তো ফেরা হবে না। ভক্তদের আগ্রহ দেখে আমাদের আবার ফেরা, অনেকটা নতুন করে শুরু করার মতো। এই ফিরে আসাকে ঘিরে আমাদের দীর্ঘ পরিকল্পনা সাজানো হয়েছে, তা নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছি।’

গত এক বছর কেমন কেটেছে—প্রশ্নে অমিতাভ বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের স্বাভাবিক হতে অনেক মাস সময় লেগে যায়। প্রত্যেকে একে অন্যকে সময় দিয়ে পাশে থেকেছি। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়েছি কি না বলা কঠিন।’

প্রয়াত ভোকাল পিয়ালের স্মৃতি নিয়েও ব্যান্ডের ভাবনা রয়েছে। পিয়ালকে সঙ্গে রেখেই চলবে তাদের গান। ‘পিয়ালের শোক ভুলে যাওয়া অসম্ভব। পিয়াল ব্যান্ডের কাছে ও শ্রোতাদের কাছে চিরকাল স্মৃতির মধ্যেই থাকবেন। কামব্যাক শোতে পিয়ালকে ঘিরে কিছু পরিকল্পনা আমাদের রয়েছে, আশা করছি দর্শকের কাছে তা উপভোগ্য হবে।’

এই কনসার্টে ব্যান্ডের পুরান গানের পাশাপাশি থাকবে নতুন গানও। অমিতাভ বলেছেন, তাদের প্রায় সব গানই করার ইচ্ছা আছে। ‘একক শো আমাদের কাছে এমনই এক আবেগের জায়গা, পাশাপাশি ব্যান্ডের কামব্যাক শো! আমরা অনেক এক্সাইটেড। শুধু পিয়ালকে মঞ্চে খুব বেশি মনে পড়বে।’

অমিতাভ জানিয়েছেন, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে, সেটার ঘোষণা আসবে কনসার্টেই। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও। কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েব কমিউনিকেশন। কনসার্ট শুরু হবে বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে আত্মপ্রকাশের পর ব্যান্ড ‘অড সিগনেচার’ খুব অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয়তা পায়। শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘মন্দ’ ও ‘দুঃস্বপ্ন’ অন্যতম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত