আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কনসার্টে গাইতে না পারায় আর্টসেলের দুঃখ প্রকাশ

বিনোদন রিপোর্টার
কনসার্টে গাইতে না পারায় আর্টসেলের দুঃখ প্রকাশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের কনসার্টে গান করতে পারেনি ব্যান্ড ‘আর্টসেল’; সেজন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে একটি বার্তা দিয়েছে তারা।

আর্টসেল বলেছে, ‘আমরা আমাদের ইনস্ট্রুমেন্টসহ শনিবার শেষ মুহূর্ত পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে ছিলাম আশা নিয়ে যে কোনো সময় হয়তো ডাক আসবে বলে। ওদিকে তোমরা অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবুও কাল দেখা হলো না।’

বিজ্ঞাপন

শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাত ঘণ্টা পর; রাত সোয়া ৯টার দিকে। এ সময় দেশের প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।

আর্টসেল বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এই ভয়াবহ ঘটনায় সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, পরে রাত ৯টার পর কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। সিলেটের কনসার্টের জন্য আমরা আর্টসেল দারুণভাবে প্রস্তুতি নিয়েছিলাম। উদগ্রীব হয়ে ছিলাম সিলেটের আর্টসেল ফ্যানদের মন জয় করার জন্য।’

কনসার্টের আয়োজকদের পেশাদারিত্বের প্রশংসা করে আর্টসেল বলেছে, ‘ধন্যবাদ দিতে চাই সিলেটের অর্গানাইজার ফ্ল্যামস মিউজিক্যাল ক্লাবকে। একদম শুরু থেকে তারা ছিল অত্যন্ত প্রফেশনাল, বন্ধুসুলভ ও সৌহার্দপূর্ণ। আমরা প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগে আছি এবং তাদের পাশে আছি সব ধরনের সহযোগিতা করতে।

আর সিলেটের ফ্যানরাও অনেক সাপোর্টিভ। গতকাল খুব সুশৃঙ্খলভাবে অনেক বড় একটা কনসার্ট হয়ে গেল সিলেটে, যেটা এক বিরল উদাহরণ। আমাদের অনুপস্থিতিতে ‘হাইওয়ে’ব্যান্ড আর দর্শক-শ্রোতাদের কাছ থেকে ট্রিবিউট পেয়ে এক অসীম ভালোবাসার সাক্ষী হয়ে থাকলাম। তবে আমরা সরাসরি এই ভালোবাসার অংশ হতে পারলাম না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন