বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি করছে; তারাই ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা জনগণের সমর্থন হারাচ্ছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদে ও আশেপাশের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিকভাবেও গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়ায় সহযোগিতা করছে।
সর্বত্র বিএনপির প্রতি জনগণের উচ্ছ্বাস স্পষ্ট দাবি করে তিনি বলেন, দেশের সর্বত্র ধানের শীষ ও বিএনপির প্রতি জনগণের উচ্ছ্বাস স্পষ্ট, যা বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। বিএনপি রাজনীতিতে শান্তি, সহনশীলতা, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানবোধের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
একটি সুন্দর বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
গণসংযোগে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

