ময়মনসিংহে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৩

শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেওয়ার জেরে ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙচুর করেন তারা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব আলী হোসেন বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও দেশে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছেন পতিত শেখ হাসিনা। এ ধরনের অপচেষ্টা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। এ দেশে স্বৈরাচার আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তাই ধানমন্ডির-৩২ নম্বরের মতো ময়মনসিংহেও স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত