চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ৪৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২০: ২৪

জামালপুরের মেলান্দহে রিকশাচালককে মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মশিউরের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারী একাধিক কর্মকাণ্ডের অভিযোগ উঠে। বিশেষ করে মালঞ্চ বাজার এলাকায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধর এবং প্রতিবাদকারী আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনা প্রমাণিত হওয়ায় তার দলীয় সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করে তাৎক্ষণিকভাবে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল বেলা নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে রেলস্টেশন যাওয়ার জন্য মশিউর এক রিকশাচালককে ডাকেন। চালক রাজি না হওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে মশিউর তাকে মারধর করেন। প্রতিবাদ করতে গেলে পাশেই থাকা এক বৃদ্ধ ব্যক্তিকেও তিনি লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে, প্রয়াত ছাত্রদল নেতা আনিসুর রহমান স্মরণে আয়োজিত সভায় মাইক ভাঙচুরের ঘটনাতেও মশিউরের নাম জড়িয়েছে। একের পর এক বিতর্কিত ঘটনার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন নেতারা।

এ বিষয়ে মেলান্দহ প্রতিষ্ঠাতা সভাপতি ও আনিসুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি আজম খান জানান, সেদিন আনিসুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনের জন্য মাইক দিয়ে দাওয়াতের সময় মশিউর মাইকটি ভেঙে ফেলেছিল। এর আগে তিনি চাঁদাবাজিসহ নানা অন্যায় কর্মকাণ্ডেও জড়িত ছিল। মাইক ভাঙার পর যখন মেলান্দহ আসে, তখন সে মাদকাসক্ত ছিল বলে জানানো হয়েছে।

মেলান্দহ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও জানান, মশিউরের নামে উপজেলায় নানা ধরনের অভিযোগ রয়েছে এবং মাইক ভাঙার ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন, আমি একজন অটোরিকশা চালককে যেতে বললে সে অস্বীকৃতি জানায়। ধমক দিলে পাশের এক ব্যক্তি এসে ধাক্কা দেয়, আমিও তখন ধাক্কা দিই। এর বাইরে আর কিছু ঘটেনি।

নেশাদ্রব্য সেবন বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং প্রশ্ন করেন, কে বলেছে তা জানতে চাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত