কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের একদিন পর ফসলি জমি থেকে জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর পূর্বপাড়া গ্রামের মো. দুখু মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বড়খারচর কান্দা এলাকা বাচ্চু মিয়ার বাড়ির সামনে একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২ জুলাই বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে না ফেরায় সন্ধ্যার পর স্বজনরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তার মোবাইল ফোনটি বাজলেও কেউ রিসিভ করেনি। এতে পরিবারের সদস্যরা আরো চিন্তায় পড়ে যান। একপর্যায়ে কোথাও না পেয়ে পরদিন দুপুরে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। পরে ওই দিন বিকালে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলতে গেলে একটি লাশ দেখতে পায়।
এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

