আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যাপক মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়ীয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন ‘ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতা’র নেতৃবৃন্দ।
এরমধ্য দিয়ে ফুলবাড়ীয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিক সূচনা হলো।
মনোনয়নপত্র সংগ্রহের পর উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে এলাকায় এক নতুন প্রত্যাশার অধ্যায় সূচিত হলো। তারা বলেন, শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী অধ্যাপক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ফুলবাড়ীয়ার মানুষের স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে চলাই তাদের মূল লক্ষ্য। এটি কেবল একটি নির্বাচনি কার্যক্রম নয়, বরং ফুলবাড়ীয়ার মাটি ও মানুষের পক্ষে ঐক্যবদ্ধ জনতার একটি সাহসী অবস্থান। ন্যায়ের রাজনীতি ও টেকসই উন্নয়নের প্রত্যয়ে এটি এক শক্তিশালী বার্তা।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন— ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার সভাপতি জাকির হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াদুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক সোহেল সরকার, ‘ইয়ং পাওয়ার অফ ফুলবাড়িয়া’র সভাপতি আশিকুর রহমান এবং প্রচার বিভাগের সদস্য কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

