আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেলান্দহে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়, মন্দিরে আর্থিক সহায়তা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

মেলান্দহে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়, মন্দিরে আর্থিক সহায়তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বিনিময় করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় বিএনপির নেতারা আশ্বাস দেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

পরে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল উপজেলার ২২টি মন্দিরের সভাপতিদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...