আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম আনন্দ। গাছতলাঘাট এলাকায় তার বাড়ি।

বিজ্ঞাপন

এ ছাড়াও সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই ব্যাপারী বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত আনন্দকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন