আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একসঙ্গে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

একসঙ্গে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জামালপুরের মেলান্দহে একসঙ্গে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সায়েদুর রহমান। তারা সবাই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়েছিলেন ওই চার ইউপি চেয়ারম্যান। সভা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, নির্যাতন ও নাশকতার অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন