আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে নিজ বাড়িতে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে নিজ বাড়িতে একজনের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

বিজ্ঞাপন

হিরা মিয়া উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের মৃত কাজী আলী হায়দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হিরা মিয়া বুধবার রাতে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে বাড়ির লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...