ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে চলবে বাস

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২২: ২৮

জুলাইযোদ্ধাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার শ্রমিকের মুক্তি, ইউনাইটেড পরিবহনের ১৬ বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হবে।

জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে রোববার রাতে জানান ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আমরা জনভোগান্তির কথা চিন্তা করে আগে থেকেই বাস চালানোর কথা বলেছিলাম। তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সেটা ভাল হয়েছে।”

তবে জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের দাবি ছিল বৈষম্যবিরোধীদের। তবে, মালিকপক্ষ সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ধর্মঘটের কারণে শনিবার দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ পথে বাস চলাচল বন্ধ আছে। এবং রোববার সকাল থেকে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের (আংশিক) শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দেন। চার জেলার বাসও ময়মনসিংহ হয়েই ঢাকায় আসতে হয়। ফলে নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ থেকেও কোনো বাস ছাড়েনি।

শুক্রবার রাতে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে জুলাইযোদ্ধা আবু রায়হান এবং ইউনাইটেড বাস কাউন্টারের লাইম্যান অরুণ বিশ্বাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই দিন রাত থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। এরপর পরিবহন শ্রমিক অরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা নগরীর বাইপাসে গিয়ে অবরোধ তৈরি করে রাখেন।

শনিবার বিকালে বৈঠকের পর উভয়পক্ষ নিজেদের অবস্থান থেকে সরে যান। কিন্তু জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের ঘোষণা পরিবহন শ্রমিকরা মেনে নেননি। তারপরই তারা ‘পরিবহন ধর্মঘটের’ ডাক দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত