বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে গবেষণা প্রকল্পের ২২ ভেড়ার মৃত্যু

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৯: ৫৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাকৃবির ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান বলেন, গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য সকালে রেললাইনের পাশে নিয়ে গেলে, সাবধানতাবশত তারা রেললাইনের ওপর উঠে পড়ে। দ্রুতগামী ট্রেনটি চলে আসায় একসঙ্গে ২২টি ভেড়া ট্রেনের নিচে কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত