রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬: ৪২
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৬: ৫০

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি হেড মো. আমির উদ্দীন জানিয়েছেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

শনিবার ময়মনসিংহে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

‘মানি লন্ডারিং প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অফ টেরোরিজম’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিএফআইইউ এবং পূবালী ব্যাংক পিএলসি যৌথভাবে এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমির উদ্দীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। একসময় দেশের আর্থিক খাত ভয়াবহ সংকটে ছিল, মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল এবং ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে আগস্টের পর ব্যাংকারদের কার্যকর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কোনো প্রভাবশালী মহলের অযাচিত হস্তক্ষেপ নেই এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি।”

কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের ডিজিএম ও রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মো. ইমতিয়াজ হারুণ ও মো. আসাদুজ্জামান খান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। পূবালী ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. ফয়সাল আহমেদ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মশালায় ময়মনসিংহ জেলার ৪৫টি ব্যাংকের ১০৯ জন কর্মকর্তা অংশ নেন। এখানে মানি লন্ডারিংয়ের ধারণা, এটি প্রতিরোধে ব্যাংকারদের ভূমিকা এবং অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত