ত্রিশালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির বিজয় মিছিল

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২১: ২৪

ময়মনসিংহের ত্রিশালে স্বৈরাচার পতন ও জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে রামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিলটি শেষ হয়ে নজরুল অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আগামী ৫ আগস্টের 'বিজয় মিছিল একটি ইতিহাস গড়া মুহূর্তটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায়বিচার, ভোটাধিকার ও স্বাধীন মত প্রকাশের অধিকার আদায়ের জাতীয় আন্দোলনের একটি অংশ।

তিনি আরো বলেন, আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই মাসের গৌরবময় স্মৃতিকে ধারণ করে দেশের প্রতিটি উপজেলায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা সবাই দোয়া করবো এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের দলের শৃঙ্খলা, সাহসিকতা ও ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিবো।

এসময় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন প্রমুখ।

এছাড়াও জামায়াত ও ইসলামী আন্দোলন আলাদাভাবে বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত