আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ি (শেরপুর)

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাতে উপজেলার নাকুগাঁও সীমান্তের ১১১৬ নম্বর পিলার এলাকা দিয়ে এই পুশ-ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার পর ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।

পরবর্তী সময়ে বিজিবির হাতিপাগাড় ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও ১১ জন শিশু।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। সেখানে গিয়ে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসা-বাড়িতে কাজ শুরু করে।

একমাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। পরে ভারতীয় পুলিশ তাদের কিল্লাপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন