আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অটোরিকশা চাপায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
অটোরিকশা চাপায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অটোরিকশার চাপায় আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আমির হামজা কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার সামিউল ইসলামের ছেলে। সে তার মায়ের সঙ্গে চরগোপালপুরে নানার বাড়িতে থাকতো।

জানা যায়, বৃহস্পতিবার সকালে আমির হামজা বালিজুড়ী বাজার-মাহমুদপুর সড়কের চরগোপালপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে এবং অটোরিকশার চাকা তার বুকের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে পৌঁছালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, “অটোরিকশার চাপায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন