ফুলপুরে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

উপজেলা প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭: ১৭

ময়মনসিংহের ফুলপুরে সঞ্চয়ের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ভুয়া এনজিও। সঞ্চয় জমা দিলে খুব শিগগির মোটা অঙ্কের দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে, এমন প্রলোভন দেখিয়ে প্রায় ৩০০ মহিলার কাছ থেকে টাকা নিয়েছে ক্রেডিট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) নামের একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান।

জানা যায়, গত ১ অক্টোবর উপজেলার সাহাপুর গ্রামে ক্রেডিট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) নামের এক এনজিও বাড়িভাড়া নিয়ে সাইনবোর্ড লাগিয়ে একটি অফিস খোলে। এর আগে মাঠকর্মীর দ্বারা খুব দ্রুত বিভিন্ন গ্রামের মহিলাদের সঞ্চয় জমা দেওয়ার শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে আসছিল।

বিজ্ঞাপন

অফিস খোলার পর ঋণের আশায় বিভিন্ন গ্রামের মহিলারা অফিসে এসে পাশবই সংগ্রহ করে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সঞ্চয় জমা করে। প্রতারকচক্র অফিসে তাদের নিজেদের লোককে বসিয়ে ঋণ দেওয়ার অভিনয় করে গ্রামের সরল মহিলাদের সঞ্চয় জমা দিতে আগ্রহী করে তোলে।

ভুক্তভোগীদের মতে প্রতারকচক্র প্রায় ৩০০ মহিলার কাছ থেকে কোটি টাকার অধিক জমা নেয়। রোববার সকাল ১০টায় ঋণের টাকা নিতে মহিলারা অফিসে উপস্থিত হলে অফিস তালাবদ্ধ দেখতে পায়। দুপুর গড়িয়ে গেলেও অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী না আসায় তাদের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন। মোবাইল বন্ধ পাওয়ায় তারা বুঝতে পারেন যে, তারা প্রতারণার শিকার হয়েছেন।

কাজিয়াকান্দা গ্রামের লাকী জানান, তিনি ১ লাখ টাকা ঋণের আশায় ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন। একই গ্রামের মুর্শিদা বেগম ৪ লাখ টাকা ঋণের জন্য ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন।

মোকামিয়া গ্রামের লাভলী আক্তার দেড় লাখ টাকা ঋণের আশ্বাসে জমা দিয়েছেন ১৫ হাজার টাকা। সাহাপুর গ্রামের উম্মে কুলসুম ২ লাখ টাকা ঋণের জন্য ২০ হাজার, সিংহেশ্বর গ্রামের ছাবিকুন্নাহার ২ লাখ টাকা ঋণের জন্য ২০ হাজার টাকা জমা দিয়েছেন।

সঞ্চয় জমা দেওয়া মহিলারা সকলেই অসচ্ছল পরিবারের। টাকা হারিয়ে তারা অনেকটাই ভেঙে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খানের সঙ্গে কথা বললে তিনি এই এনজিওটি সরকারি তালিকাবদ্ধ নয় বলে জানান। সঞ্চয় জমা দেওয়ার আগে সমাজসেবা অফিসে যোগাযোগ করলে এমন পরিস্থিতি হতো না বলেও তিনি জানান।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত