আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কটিয়াদীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কটিয়াদীতে নাশকতার মামলায়  আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটনকে (৪৮ )গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ। লিটন জালালপুর গ্রামের ফরিদ ভুইয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর আনন্দ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কটিয়াদী থানায় নিয়ে যায়। পরে রাত ১০টায় তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় ।

ঘটনার সত্যতা স্বীকর করে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন