আগুনে পুড়ে জুতার কারখানা ছাই, ২০ কোটি টাকা ক্ষতি

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৪: ৩১

কিশোরগঞ্জের ভৈরবে দুটি পিও জুতার কারখানা আগুনে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। শনিবার (৩০ আগস্ট) রাতে পৌর শহরের লক্ষীপুর এলাকার উসমান মোল্লার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে। এসময় আগুনে ঈগল পিও ফুটওয়্যার ও চেঞ্জ পিও ফুটওয়্যার নামের দুটি বড় কারখানার সব যন্ত্রাংশ ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

এছাড়াও কারখানা দুটির সামনে থাকা ১০টি জুতারসহ অন্যান্য দোকানের মালামাল পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ২০টি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ও আশুগঞ্জের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা জানায়, শনিবার রাত ৯টার দিকে লক্ষীপুর এলাকার উসমান মোল্লা মার্কেটের সাথে থাকা চেঞ্জ পিও ফুটওয়্যারের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। ওই কারখানাটি ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ছুটি হয়ে যাওয়ায় কর্তৃপক্ষের কেউ ছিলেন না।

স্থানীয়রা অনেক চেষ্টা করেও কারখানাটিতে প্রবেশ করতে না পারায় আগুন নেভাতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পিছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। ইতোমধ্যে কারখানাটির লাগোয়া অপর কারখানা পিও ঈগলে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনের ভয়াবহতা তীব্র হয়। পরে পাশের উপজেলা আশুগঞ্জের ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ৪টি ইউনিট এসে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের দাবি, এই আগুনে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। সরকার সহায়তা নিয়ে পাশে না দাঁড়ালে তাদের ঘুরে দাঁড়াবার সক্ষমতা নেই। এ ছাড়া এই দুর্ঘটনায় দুটি কারখানার ৪ শতাধিক কারিগর বেকার হয়ে পড়েছেন। তারাও কর্মহীনতার কারণে পরিবার নিয়ে সংকটে পড়বেন।

ভৈরব উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তার ধারণা।

২০টি টাকা ক্ষতির দাবির বিষয়ে তিনি জানান, যন্ত্রপাতি, মালামাল ও স্থাপনা মিলিয়ে হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষতির পরিমাণ বলতে পারবেন না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত