ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৫: ৫০

নেত্রকোনার পূর্বধলায় ইয়াবা, দেশীয় ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মরিয়ম আক্তার (২৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।

বিজ্ঞাপন

পূর্বধলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জোহায়ের আনজুম আহমেদ জানান, শুক্রবার রাতে সেনাবাহিনী ও পূর্বধলা থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় টহলে ছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাদেপুটিকা গ্রামের রানা-মরিয়ম দম্পত্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

পরবর্তীতে রাত ১২টার দিকে মরিয়ম আক্তারের বাড়িতে অভিযান চালানো হলে তার বসতঘর থেকে ১৪৭ ইয়াবা, ছয়টি মোবাইল ফোন, একটি বড় চাকু এবং নগদ ৫৭ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মরিয়মের স্বামী রানা খান পালিয়ে যায়।

ক্যাপ্টেন জোহায়ের আনজুম আহমেদ আরও জানান, আটক মরিয়ম ও তার স্বামী দু‘জনে প্রতি দিন দেড় থেকে তিন লক্ষ টাকার ইয়াবা বিক্রি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক নারীসহ জব্দ করা ইয়াবা, ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও টাকা থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত