আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রুপালি শ্রীবরদী উপজেলার আব্দুর রহিমের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আয়েশা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...